ঠোঁটের কালো দাগ দূর ও ঠোঁটকে গোলাপি করার উপায়

ঠোঁটের কালো দাগ দূর ও ঠোঁটকে গোলাপি করার উপায় জেনে রাখা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাণ উজ্জ্বল হাসিমাখা মুখ দেখতে ভালোই লাগে তাই না, আর এই হাসিটাকে প্রাণের জল এবং আকর্ষণীয় করতে ঠোঁটকে সবচেয়ে গুরুত্ব বেশি দেওয়া হয়। 
ঠোঁটের-কালো-দাগ-দূর-ও-ঠোঁটকে-গোলাপি-করার-উপায়
অনেক সময় ঠোঁটের রং নিয়ে আমরা বিব্রত হই। ঠোঁটের রং কালো বা ঠোঁটের উপরে কালো কালো দাগ মুখ এবং হাসির সৌন্দর্যকে অনেক গুণ কমিয়ে দেয়। আপনি ঘরোয়া ভাবে খুব সহজে এই সমস্যাগুলো থেকে মুক্তি পেতে পারেন। তবে আর দেরি কেন চলুন শুরু করা যাক। 

পোস্ট সূচিপত্রঃ ঠোঁটের কালো দাগ দূর ও ঠোঁটকে গোলাপি করার উপায় 

ঠোঁটের কালো দাগ দূর ও ঠোঁটকে গোলাপি করার উপায়

ঠোঁটের কালো দাগ দূর ও ঠোঁটকে গোলাপি করার উপায় জানা থাকলে খুব সহজে ঘরোয়া কিছু উপায় এর মাধ্যমে ঠোঁটের দাগ দূর করে ঠোঁট গোলাপি করা যায়। প্রাণ উজ্জ্বল হাসি একজন মানুষের পরিচয় বহন করে। মুক্ত ছড়ানো হাসিমাখা মুখ দেখতে ভালোই লাগে তাই না। গোলাপি রঙ্গে ঠোঁট অনেক ছেলে মেয়ের কাছে স্বপ্ন। অনেক সময় ঠোঁটের রং নিয়ে আমরা বিব্রত হয়ে থাকি এবং কি করলে ঠোঁট গোলাপি করা যায় সেটি নিয়ে অনেক চিন্তিত থাকি।

ঠোঁটের কালচে বর্ণ এবং ঠোটে নানা ধরনের দাগ নিয়ে আমরা অনেক হতাশায় পড়ি। আপনারা চাইলে এই হতাশা কাটি ঘরোয়া কিছু উপরের মাধ্যমে খুব সহজে ঠোঁটকে প্রাণ উজ্জ্বল দাগ মুক্ত গোলাপি করে তুলতে পারেন। সেটির জন্য আপনাদের কিছু ঘরোয়া উপায় এবং কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে। তাহলে আপনারা খুব সহজে ঠোঁট গোলাপী এবং ঠোঁটের কালো দাগ দূর করতে পারবেন।
আমাদের ঠোটে উপস্থিত হাইপারপ্লিগমেন্টেশনের এর ফলে ঠোট কালো হতে পারে। এতে ঠোঁটের ত্বকের কোষগুলো স্তরে মোলা আলানিনের মাত্রা বেড়ে যায়। সূর্যের ক্ষতিকর অতি বেগুনি রশ্মি, ধূমপান, লিপস্টিক, এমনকি ক্যাফিইন শিপনের কারণে হতে পারে এমনটা। কালচে দাগ কমিয়ে স্বাভাবিক গোলাপী ঠোঁট চালিয়ে কিছু ঘরোয়া উপায় মেনে চলতে পারেন। এবং তার পাশাপাশি ধূমপানের অভ্যাস ত্যাগ করা জরুরী। নিচে ঠোঁট গোলাপি করা এবং কালো দাগ দূর করার উপায় সম্পর্কে বিস্তারিত জানব।  

ঠোঁটের কালো দাগ দূর করার ঘরোয়া উপায় 

ঠোঁটের কালো দাগ দূর করার ঘরোয়া উপায় জানা থাকলে খুব সহজে ঠোঁট গোলাপী করা যায় এবং ঠোঁটের কালো দাগ দূর করা যায়। খুব সহজে কিছু পদ্ধতির মাধ্যমে আমরা ঠোঁটের হারানো গোলাপের রং ফিরিয়ে আনতে পারি। এর জন্য দামি কোন প্রসাধনী পণ্যের প্রয়োজন নেই। কিছু ঘরোয়া উপায় এবং কিছু নিয়মকানুন মেনে চললে এই সমস্যা থেকে মুক্তি সম্ভব। চলুন ঘরোয়া উপায় গুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাকঃ 
  • লেবুর রসঃ লেবুর রস ঠোঁটে লাগান এবং রেখে দিন সকালে উঠে ধুয়ে ফেলুন নিয়মিত ব্যবহারে হালকা দাগ গুলো দূর হয়ে যাবে।
  • মধু ও চিনিস স্কাবঃ এক চামচ মধুর সঙ্গে আধা চামচ চিনি মিশিয়ে ঠোঁটে আলতো করে স্কাব করুন এতে করে ঠোঁটের মৃত কোষগুলো সরিয়ে ঠোঁট নরম ও উজ্জ্বল করবে।
  • অ্যালোভেরার জেলঃ এলোভেরার জেল ঠোঁটে লাগিয়ে ১৫ - ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন, এটি ঠোঁটের আদ্রতা ধরে রাখবে এবং দাগ কমাবে। 
  • দুধ ও হলুদের মিশ্রণঃ ১ চামচ দুধের সঙ্গে সামান্য হলুদ মিশিয়ে ব্যবহার করুন শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
  • বিটরুটের রসঃ ঠোটে রস লাগিয়ে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন এটি ঠোঁটের রং প্রাণবন্ত ও উজ্জ্বল করবে। 
  • পুদিনা পাতার রসঃ পুদিনা পাতা বেটে রস আলাদা করে নিন, এবং নিয়মিত ঠোঁটে ব্যবহার করুন। 
  • দুধের স্বরের সাথে ডালিমের বিচির গুঁড়াঃ দুধের সাথে ডালিমের বিচির করা মিক্স করে ঠোটে লাগান, এতে ঠোঁটের গোলাপী রঙ ফিরে আসবে। 
  • ঠোঁট পরিষ্কার রাখুনঃ প্রতিদিন বাড়ি থেকে ফিরে এসে আপনার ঠোঁটে থাকা লিপস্টিক বা লিবগ্লস তুলে ফেলুন। তুলে ফেলার পর সামান্য একটু তুলায় অলিভ অয়েল বা বাদামে তেল লাগিয়ে মুছে ফেলুন।

ঠোঁটের কালো দাগ দূর করার ক্রিম

ঠোঁটের কালো দাগ দূর করার ক্রিম সম্পর্কে অনেকেই জানতে চেয়ে থাকেন। দীর্ঘদিন ঠোঁটের নানা যত্নের কারণে ঠোঁটের কালো দাগ এবং কালচে বর্ণ ধারণ করে থাকে। অনেকেই এটি নিয়ে চিন্তিত এবং মানসিকভাবে ভেঙে পড়ে। ঠোঁটের কালো দাগ দূর করার জন্য বাজারে বিভিন্ন রকমের ক্রিম পাওয়া যায়। তবে যে কোন ক্রিম ব্যবহারের আগে ডার্মাটোলজিস্টের পরামর্শ নিয়ে ব্যবহার করা উত্তম। কারণ সবার ত্বকের ধরন ভিন্ন কিছু পণ্য তখন অনুযায়ী পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। 

ঠোঁটের কালো দাগ দূর করার কিছু ক্রিম

  • রোজানা লিপ ক্রিম
  • নাভা লিপ ক্রিম
  • সবিশ লিপ ক্রিম
  • হিমালয়া লিপ কেয়ার
  • বায়োটিক বায়ো ফ্রূট হোয়াইটেনিং লিপ বাম
  • মামাআর্থ ন্যাচারাল লিপ বাম
  • নিভিয়া লিপ বাম
  • ভাবি হাবালস লিপ বাম 
এসব টিম ঠোঁটের কালো দাগ দূর করে ঠোঁটকে উজ্জ্বল করে। এছাড়াও হারবাল ব্যান্ডের বিভিন্ন প্রাকৃতিক উপাদান তৈরি ঠোঁটের ক্রিমও পাওয়া যায় যা ঠোটের কালো দাগ দূর করতে সাহায্য করে। এ সকল ক্রিম ব্যবহারের পাশাপাশি অতিরিক্ত কফি, ধূমপান এড়িয়ে চলুন এবং প্রচুর পানি পান করুন এবং স্বাস্থ্যকর খাবার খান। এই সকল কিছু যদি আপনি ক্রিমের পাশাপাশি মেনে চলতে পারেন তাহলে ঠোঁটের কালো দাগ দূর করা সম্ভব।

ঠোঁটের সিগারেটের কালো দাগ দূর করার উপায়

ঠোঁটের সিগারেটের কালো দাগ দূর করার উপায় কিতা অনেক ছেলে মেয়েরত প্রশ্ন। দীর্ঘদিন সিগারেট খেয়ে ঠোঁট কালো করে ফেলার পর সেই ঠোঁট নিয়ে চিন্তায় পড়ে যান অনেকেই। গোলাপি মসলিন ঠোট সকলেই চাই তবে নিয়মিত সিগারেট খাওয়ার কারণে অনেকের ঠোঁটের কোলে দেখা যায় কালচে দাগ।কারো কারো কাছে ছাপ তৈরি হয় ঠোটের ঠিক নিচের অংশ। হালকা রঙ্গে লিপস্টিক পড়লেও সেই দাগ প্রকট হয়ে ওঠে। ছেলে এবং মেয়ে উভয় এই সমস্যায় ভুগে থাকেন, এর থেকে পরিত্রাণের কিছু উপায় চলুন জেনে নেওয়া যাকঃ
ঠোঁটের-সিগারেটের-কালো-দাগ-দূর-করার-উপায়
  • বাড়িতে থাকা পাতি লেবু নিজের জন্য আলাদা করে রেখে দিন সকাল সন্ধ্যা দুইবার করে সে লেবু ভালোভাবে ঠোটে ঘসুন।
  • এছাড়াও এক চামচ মধু ও চিনি একসাথে মিশিয়ে ভালোভাবে মিশ্রণ তৈরি করুন এবং সেটি ঠোটে লাগিয়ে এক ঘন্টা পর ধুয়ে ফেলুন। 
  • এক চামচ হলুদের সঙ্গে এক চামচ দুধ দিয়ে মিশিয়ে নিন সে মিশ্রণটি ভালোভাবে ঠোঁটে লাগান এবং কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। 
  • রোজ রাতে ঘুমানোর আগে ভালোভাবে এলোভেরা জেল লাগিয়ে সারারাত রেখে দিন।
  • নিয়মিত নারকেল তেল ঠোটে ব্যবহার করুন এতে ঠোঁটে থাকা কালচে দাগ দূর করতে সাহায্য করবে।
  • মধুর সঙ্গে চিনি এবং কয়েক ফোঁটা অলিভ অয়েল মিশিয়ে ১০ মিনিট হালকাভাবে ঠোঁটে ঘুসুন। 
  • দুধ খাওয়ার পাশাপাশি কয়েক ফোটা দুধ ঠোঁটে ঘষে নিন, এতে করে ছুটে থাকা শুষ্ক চামড়া কে তুলে ফেলার মাধ্যমে ঠোঁটের কালো হওয়াকে প্রতিরোধ করবে। 
কিভাবে নিয়মিত কিছু উপায় ব্যবহার করার মাধ্যমে ঠোটে সিগারেটের কালো দাগ দূর করতে পারবেন।এবং আপনার মুখে ফুটে উঠবে প্রাণবন্ত উজ্জ্বল হাসি, যা আপনার সাহস যোগাবে এবং পরিচয় বহন করবে। টিপস গুলো ফলো করলে আপনি খুব সহজেই ঠোঁটে থাকা সিগারেটের কালো দাগ দূর করতে পারবেন।

ঠোঁটের কালো দাগ দূর করতে কিছু সতর্কতা

ঠোঁটের কালো দাগ দূর করতে কিছু সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরী। ঠোঁট একটি মানুষের হাসিকে সুন্দর করে তুলতে সবচেয়ে বেশি ভূমিকা রাখে। একটি মানুষের সুন্দর হাসি তাকে প্রাণবন্ত এবং সাহস করে তুলতে সাহায্য করে। আমাদের কিছু খারাপ বদভ্যাসের কারণে আমাদের সুন্দর ঠোঁট গুলো নষ্ট হয়ে যায়, তাই এগুলোর হাত থেকে বাঁচার জন্য আমাদের বাড়তি কিছু সতর্কতা অবলম্বন করা জরুরী। চলুন সেগুলো জেনে নেওয়া যাক।
  • অতিরিক্ত চাকও ফিরিয়ে চলুন
  • ধূমপান বন্ধ করুন
  • সরাসরি রোদ এড়িয়ে চলুন
  • নিম্নমানের লিপস্টিক ও প্রসাধনী উড়ে চলুন
  • জিহ্বা দিয়ে ঠোঁট চাটার অভ্যাস পরিহার করুন
  • প্রচুর পানি পান করুন
  • পুষ্টিকর খাবার খান
  • ঠোঁট সব সময় মইয়েশ্চারাইস করুন 

ঠোঁট কালো হওয়ার কারণ

ঠোঁট কালো হওয়ার কারণ জানা থাকলে আমাদের এর হাত থেকে রক্ষা পাওয়া সহজ হয়ে যাবে। অনেক কারণে ঠোঁট কালো বা ঠোঁটের দাগ তৈরি হতে পারে। যেমন ব্যস্ততা, কর্মজীবনের স্টেস, আবহাওয়ার পরিবর্তন, বাতাসে আদ্রতা, শারীরিক অসুস্থতা, তামাক সেবন, ধূমপান করা, অতিরিক্ত ফ্লরাইড এর ব্যবহার, নিম্নমানের কসমেটিক্স ব্যবহার, রাতে ঘুমানোর আগে লিপস্টিক না তোলা, সরাসরি সূর্যের আলো পড়লে, ভিটামিন বি ১২ এর ঘাটতি, পানি শূন্যতা প্রসাধনির এলার্জি প্রতিক্রিয়া সৃষ্টি, হাইপারপিগমেন্টেইশন স্বাস্থ্যের প্রতি উদাসীন হলে।
এমন অনেক হাজারটি কারণে ঠোঁট কালো হওয়ার সমস্যার তৈরি হতে পারে। ঠোঁট কালো হওয়ার ক্ষেত্রে আমরা নিজেরাই দায়ী। ঠিকমতো ঠোঁটের যত্ন না না নিয়ে অযত্নে অবহেলাতে রাখার কারণে ঠোঁট কালো হওয়া এবং ঠোঁটের দাগের সমস্যা হয়ে থাকে। অনেক ক্ষেত্রে কেমিক্যাল যুক্ত পণ্য ব্যবহারের কারণে এমন সমস্যা হয়।

ঠোঁটের দুই পাশের কালো দাগ দূর করার উপায়

ঠোঁটের দুই পাশের কালো দাগ দূর করার উপায় জেনে রাখা অত্যন্ত জরুরী। অনেকের অনেক বাজে অভ্যাস এবং অযত্নীর কারণে ঠোঁটের দুই পাশে কালো দাগ পড়ে যায়, এবং সেই দাগ গুলো তাদের সংকোচের কারণ হয়ে ওঠে। এর থেকে পরিত্রাণের জন্য শুষ্কতা, ধূমপান, ক্যাফেইন পরিহার প্রথমে সমাধান মিলতে পারে। এগুলো পরিহারের পাশাপাশি দুশ্চিন্তা মুক্ত থাকতে হবে এবং পুষ্টিকর খাবার তার সাথে বেশি পরিমাণে পানি খেতে হবে।
ঠোঁটের-দুই-পাশের-কালো-দাগ-দূর-করার-উপায়
এই কালোটা দূর করার চিকিৎসা হিসেবে ঘরোয়া কিছু উপায় ব্যবহার করা যেতে পারে যেমন ধরুন লেবুর রস, মধু, এলোভেরা ও প্রাকৃতিক স্কাব মাত্র কয়েক সপ্তাহ ব্যবহার করার মাধ্যমে এ সকল সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। এগুলো ব্যবহারের সাথে সাথে সকল ধরনের বাজে অভ্যাস পরিহার করতে হবে। এবং শুষ্কতা এড়িয়ে চলার জন্য নিয়মিত মাস্টারাইজার ব্যবহার করতে হবে। এতে করে আগের মত ঠোঁটের স্বাভাবিক গোলাপি রঙ ফিরিয়ে আনা সম্ভব। ঠোঁটের কালো দাগ দূর ও ঠোঁটকে গোলাপি করার উপায়ের মধ্যে এগুলো অন্যতম।

শেষ কথাঃ ঠোঁটের কালো দাগ দূর ও ঠোঁটকে গোলাপি করার উপায়

ঠোঁটের কালো দাগ দূর ও ঠোঁটকে গোলাপি করার উপায় সম্পর্কে আমরা উপরিক্ত আলোচনা করেছি।ঠোঁটের সৌন্দর্য শুধু বাহ্যিক নয়, এটি আপনার স্বাস্থ্য ও অভ্যাসের প্রতিফলন। তাই কালচে দাগ দূর করতে কেবল ঘরোয়া সমাধান নয় বরং সচেতন জীবন যাপনের জরুরী। প্রাকৃতিকভাবে উজ্জ্বল ও গোলাপি ঠোঁট পেতে গেলে নিয়মিত যত্ন নিতে হবে এবং ক্ষতিকারক অভ্যাস এড়িয়ে চলতে হবে। এই সমাধান গুলো যদি দীর্ঘ দিনে কাজ না করে তাহলে একজন ডার্মাটোলজিস্টের পরামর্শ নিতে হবে।

আশা করছি আপনি আমার আর্টিকেল থেকে কাঙ্খিত বিষয়গুলি জানতে পেরেছেন। এতক্ষন আমাদের আর্টিকেলের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এ ধরনের আরো গুরুত্বপূর্ণ তথ্যমূলক আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইটটিকে  নিয়মিত ভিজিট করুন এবং আপনি যদি উপকৃত হয়ে থাকেন তাহলে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আপনি চাইলে আমদের ওয়েবসাইট টিকে ফলো করে রাখতে পারেন ধন্যবাদ। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আমরা জানবোর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url